ইনসাইড গ্রাউন্ড

আফগানদের চাপে রেখেছে টাইগাররা


প্রকাশ: 30/08/2022


Thumbnail

ব্যাট হাতে ব্যার্থতার পর বল হাতে কিছুটা এগিয়ে টাইগার বাহিনি। বোর্ডে বেশি রান নেই। আফগানিস্তানের জয়ের লক্ষ্য মাত্র ১২৮ রান। 

পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে মাত্র ২৯ রান তুলতে পেরেছে আফগানিস্তান। রান ঠেকানোতেও কিছুটা সামর্থ্য হলেও উইকেট নিতে বেশ বেগ পেতে হচ্ছে বোলারদের। পঞ্চম ওভারে সাকিবের ওভারে গুরবাজ স্টাম্পিং হয়ে আউট করার পর আর কোনো উইকেট পাচ্ছিলোনা বাংলাদেশ। ব্যাটিং এর দুর্দান্ত ইনিংস খেলে এরপর বল হাতেও চমক দেখান মোসাদ্দেক। এসেই হজরত উল্লাহ জাজাইকে এলবিডব্লিউ করে সাজঘরে ফেরান তিনি।

উইকেট এর আশায় সাকিবের ৩ ওভার শেষ। তাসকিন, মজুস্তাফিজসহ একে একে ৫ জন বোলার ব্যবহার করে ফেলেছে টাইগাররা। এর মধ্যে ১০ ওভারে শেষে স্কোরবোর্ডে আফগানদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৪৮ রান। জয়ের জন্য তাদের চাই ৬০ বলে ৮০ রান।

এর আগে প্রথম ব্রেকথ্রু আসে সাকিবের হাত ধরেই। বল হাতে ইনিংসের শুরু করে নিজের প্রথম ওভারে দিয়েছিলেন মাত্র ২ রান। চেপে ধরেছিলেন আফগান ব্যাটারদের। অবশেষে তার তৃতীয় ওভারে মিলে সফলতা। রহমান উল্লাহ গুরবাজকে নিজের স্পিন ভেলকি দিয়ে পরাস্ত করেন বিশ্বসেরা অলরাউন্ডার। বাকিটা স্টাম্পের পেছন থেকে শেষ করেন মুশফিক। পঞ্চম ওভারে প্রথম সফলতা পায় বাংলাদেশ।

এর আগে এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন এই ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি অধিনায়কত্বে ফেরা সাকিব আল হাসান। আফগানদের স্পিন বিষে নীল হয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান তুলে বাংলাদেশ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭