ইনসাইড গ্রাউন্ড

হংকংকে হারালেই সুপার ফোরে ভারত


প্রকাশ: 31/08/2022


Thumbnail

এশিয়া কাপের গ্রুপপর্বের ম্যাচে নিজেদের আসল চ্যালেঞ্জই উৎড়ে গেছে রোহিত শর্মার ভারত। রুদ্ধশ্বাস লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েছৎ এশিয়া কাপে তাদের ‘সুপার ফোর’ প্রায় নিশ্চিত। আজ (বুধবার) হংকংকে হারাতে পারলেও এই পর্বের চিন্তামুক্ত ভারত।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম হংকং ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। এই ম্যাচ জিতলে গ্রুপপর্বে চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয়পর্বে নাম লেখাবে টিম ইন্ডিয়া।

হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের উপ্র ভর করে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে শেষ ওভারে ৫ উইকেটে  হারায় ভারত।

হংকং প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও আজকের ম্যাচটা খুব সহজ হবে ভারতের জন্য, তা আগেভাগে বলে যাচ্ছে না।

নিজাকত খানের নেতৃত্বে দলটি বাছাইপর্বে দুর্দান্ত খেলে তিনটি ম্যাচই জিতেই আসরের টিকেট নিশ্চিত করেছে।

এছাড়া ভারতের জন্য চ্যালেঞ্জ হতে পারে অচেনা প্রতিপক্ষ। এর আগে দুটি ওয়ানডে খেলে হংকংয়ের বিপক্ষে জিতলেও কখনও টি-টোয়েন্টি ম্যাচে এই প্রতিপক্ষকে সামলায়নি টিম ইন্ডিয়া।

ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, ইয়ুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং।

হংকংয়ের সম্ভাব্য একাদশ
নিজাকাত খান (অধিনায়ক), ইয়াসিম মুর্তাজা, বাবর হায়াত, কিনচিত শাহ, আইজাজ খান, স্কট ম্যাকেনি, জিসান আলি, হারুন আরশাদ, এহসান খান, মোহাম্মদ ঘাজানফার, আয়ুশ শুক্লা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭