কালার ইনসাইড

লকডাউন নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা


প্রকাশ: 31/08/2022


Thumbnail

লকডাউনের মহামারি-দিন অতিক্রম করেছে বিশ্ব। তবে সেসব দিনের স্মৃতি আজও তাড়িত করছে মানুষদের। এবার সেই বিষয়গুলো উঠে আসবে পর্দায়। হচ্ছে লকডাউন বিষয় নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা।

লকডাউন বিষয় নিয়ে ‘যুব স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা’ নামের এই আয়োজনটি করতে যাচ্ছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর মিডিয়া, কমিউনিকেশন এবং জার্নালিজম বিভাগ।

বিষয়ভিত্তিক এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় ইচ্ছুকদের সিনেমা পাঠানোর আগে মিলিয়ে নিতে হবে তিনি প্রতিযোগিতায় যোগ্য কিনা। এ বিষয়ে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানিয়েছেন, চলচ্চিত্রের বিষয়বস্তু ‘লকডাউন’। ক্রেডিট লাইনসহ সর্বোচ্চ তিন মিনিটের ফিকশন কিংবা ডকুড্রামার ডিজিটাল কপি পাঠাতে হবে উইট্রান্সফার-এর মাধ্যমে। ঠিকানা blog.mcj@cub.edu.bd।

প্রতিযোগীর যোগ্যতা, ১৮ থেকে ২৪ বছর বয়সের এসএসসি পাস তরুণ-তরুণীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। একজন প্রতিযোগী শুধু একটি চলচ্চিত্র পাঠাতে পারবেন।

চলচ্চিত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ অক্টোবর।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭