ইনসাইড গ্রাউন্ড

চালকের আসনে ভারত


প্রকাশ: 31/08/2022


Thumbnail

এশিয়া কাপে সুপার ফোর পর্বের টিকেট নিশ্চিত করার লক্ষ্য হংকং এর বিরুদ্ধে ব্যাট করতে নেমে চালকের আসনে আছে রোহিত শর্মার ভারত। ইনিংসিএর ১০ ওভার শেষে মাত্র রোহিত শর্মার উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৭১ রান।

ক্রিজে ৩২ বলে ৩১ করে অপরাজিত আছেন কে এল রাহু। অপর প্রান্তে তার সঙ্গ দিচ্ছেন ১৮ বলে ১৫ রানে ভিরাট কোহলি।

এর আগে পঞ্চম ওভারে আইজাজ খানের বলে ক্যাচ আউট হন অধিনায়ক রোহিত শর্মা। ১৩ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন তিনি।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে হংকং।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ ‘এ’তে আজ ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে হংকং। এই গ্রুপের প্রথম ম্যাচে এরই মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। সেই জয়ে সুপার ফোরে এক পা দিয়ে রেখেছে রোহিত শর্মার দল।

টসের সময় একাদশে পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ের নায়ক হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতির ব্যাখ্যা দিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, 'হার্দিক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তাই তাকে বিশ্রামের সুযোগ দেওয়া হয়েছে। তার জায়গায় পান্ত একাদশে প্রবেশ করেছে।'

হংকংয়ের বিপক্ষে আজ জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার ফোরে জায়গা করে নেবে ভারত। এবারের আসরে প্রথম দল হিসেবে ‘বি’ গ্রুপ থেকে শেষ চার নিশ্চিত করেছে আফগানিস্তান।

ভারত একাদশ

রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, দীনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, আর্শদিপ সিং, যুজবেন্দ্র চাহাল

হংকং একাদশ

নিজাকাত খান, বাবর হায়াত, ইয়াসিম মুরতাজা, কিঞ্চিত শাহ, এজাজ খান, স্কট ম্যাককেচনি, জিসান আলি, হারুন আরশাদ, এহসান খান, আয়ুশ শুক্লা, মোহাম্মদ ঘাজানফার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭