ওয়ার্ল্ড ইনসাইড

সোনিয়া গান্ধীর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মোদি


প্রকাশ: 01/09/2022


Thumbnail

ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিক  দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনো গত শনিবার ইতালিতে নিজের বাসভবনে মারা যান। এরপর মঙ্গলবার তার শেষকৃত্য সম্পন্ন হয়।

বুধবার (৩১ আগস্ট) সোনিয়ার দল কংগ্রেসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই এবং সংবাদমাধ্যম এনডিটিভি।

এদিকে সোনিয়া গান্ধীর মায়ের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে দেওয়া এক বার্তায় মোদি বলেন, ‘তার (সোনিয়ার) মা, মিসেস পাওলা মাইনোর মৃত্যুতে সোনিয়া গান্ধীজির প্রতি সমবেদনা। তার আত্মার শান্তি কামনা করি। এই শোকের মুহূর্তে, আমি তার পুরো পরিবারের পাশে আছি।’

সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক টুইটে বলেছেন, ‘গত ২৭ আগস্ট শনিবার ইতালিতে নিজের বাসভবনেই মৃত্যু হয় সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনোর। মঙ্গলবার (৩০ আগস্ট) তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।’

কংগ্রেস দলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনোর প্রয়াণে কংগ্রেস পরিবার গভীর শোক প্রকাশ করছে। বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকার্ত পরিবারের প্রতি সংহতি প্রকাশ করছে দল।’

উল্লেখ্য, গত ২৩ আগস্ট অসুস্থ মা-কে দেখতে ভারত ছেড়েছিলেন সোনিয়া গান্ধী। সেসময় তার সঙ্গে দেশ ছেড়েছিলেন পুত্র রাহুল গান্ধী এবং কন্যা প্রিয়াঙ্কা গান্ধীও। তারা তিনজনই এখন সোনিয়া গান্ধীর ছোটবেলার শহরেই আছেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭