কালার ইনসাইড

যে কারণে হঠাৎ ভারতীয় হাইকমিশনারের সঙ্গে শাকিবের সাক্ষাৎ


প্রকাশ: 01/09/2022


Thumbnail

দীর্ঘ নয় মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। দেশে ফিরেই তোড়জোড় শুরু করেছেন নতুন কাজের। শিগগিরই শুরু করবেন নিজের প্রডাকশন হাউস এসকে ফিল্মসের ব্যানারে নতুন ছবির কাজ। সম্প্রতি এই নায়ক ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সাক্ষাৎ করেন। জানা যায়, চলচ্চিত্র ও সংস্কৃতিসহ বেশকিছু বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা।

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে জানিয়েছেন শাকিব খান। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে দেখা হওয়াটা ভীষণ ফলপ্রসূ ছিল। সৌজন্যমূলক সে সাক্ষাতে শিল্প, সাহিত্য, চলচ্চিত্র এবং সংস্কৃতি নিয়ে আপনার সঙ্গে মতবিনিময় ভীষণ উপভোগ করেছি। আশা করি আমাদের এমন আরও সাক্ষাৎ হবে।

এর বেশি কিছু না জানালেও সোমবার রাজধানীর এসকে এস টাওয়ারে সিনেপ্লেক্সে ‘হাওয়া’ সিনেমা দেখতে গণমাধ্যমে শাকিব খানের সঙ্গে সাক্ষাতের বিষয়বস্তু জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি বলেন, শাকিব ভাইয়ের সঙ্গে দেখা করে খুব ভালো লেগেছে। আমি সম্মানিত বোধ করছি। উনি বাংলাদেশে অন্যতম বড় তারকা। তার সঙ্গে আলোচনায় সিনেমা নিয়ে আলাপ হয়েছে।

ভারতের হাইকমিশনার বলেন, আগামীতে বড় বড় সিনেমা আসছে। শুধু ঢাকা ও চট্টগ্রাম নয়, বাংলাদেশের সমস্ত হল দর্শক দিয়ে পরিপূর্ণ থাকার কথা। যদি বাজার উন্মুক্ত হয় তবে লাভ বাংলাদেশের হবে।

আলোচনায় শাকিব খান সিনেমার পরিবেশনা নিয়েও আলাপ করেছেন বলে জানালেন ভারতীয় হাইকমিশনার। বলেন, যদি পরিবেশনা বৃদ্ধি পায় তবে বাংলা সিনেমা এ দেশে সীমাবদ্ধ না থেকে ছড়িয়ে পড়বে বিশ্বব্যাপী। সুতরাং আমাদের এক হয়ে কাজ করা উচিত।

যৌথ প্রযোজনা ও কলকাতার সিনেমায় কাজের সুবাধে ওপার বাংলাতেও শাকিব বেশ জনপ্রিয়। তার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও দেখা যায় পশ্চিমবঙ্গে বিভিন্ন অঞ্চল থেকে ভক্তরা মন্তব্য করেন।সেই জনপ্রিয়তার সুবাদে শিগগির হয়তো টলিউডের নতুন সিনেমায় দেখা যেতে পারে শাকিবকে। সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি। হয়তো শিগগির শাকিব খান তার ভক্তদের সেই সুখবরটি জানাবেন। সেভাবে প্রস্তুতি নিচ্ছেন এ তারকা।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭