ইনসাইড গ্রাউন্ড

আফ্রিদির সঙ্গে অন্যায় করেছে পাকিস্তান!


প্রকাশ: 01/09/2022


Thumbnail

হাঁটুর ইনজুরির কারণে চলতি এশিয়া কাপে দলে জায়গা পাননি পাকিস্তান দলের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। তবে, স্কোয়াডে না থাকলেও দুবাইয়ে দলের সঙ্গে থেকে ইনজুরির পুনর্বাসন প্রক্রিয়া চালানোর কথা বলেছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। হঠাৎ করে নতুন সিদ্ধান্তে শাহিনকে লন্ডন পাঠানোর কথা জানিয়েছে পিসিবি।

দলের মূল বোলারকে নিয়ে এমন অনিশ্চিত অবস্থান নেয়ায় পিসিবিকে এক হাত নিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। তার মতে, শাহিনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্যায় করেছে পিসিবি। তাকে দুবাইয়ে না ডেকে আগেই লন্ডন পাঠানো উচিত ছিল বলে মনে করেন হাফিজ।

পিটিভি স্পোর্টসে দেয়া সাক্ষাৎকারে হাফিজ বলেন, ‘শাহিনের বিষয়টি যেভাবে দেখভাল করা হলো, তা আমাকে কষ্ট দিয়েছে। তাকে এখন তৈরি করা হচ্ছে এবং পুরো বিশ্ব তাকে দেখতে চায়। তাই আমাদের অবশ্যই শাহিনকে যথাযথ উপায়ে দেখভাল করতে হবে।’

তিনি আরও যোগ করেন, ‘পিসিবি যখন শাহিনকে লন্ডন পাঠানোর ঘোষণা দিলো, তার মানে এটি দাঁড়ায় যে সে কয়েক সপ্তাহ ধরেই চোটে ভুগছে এবং অনেক সময় নষ্ট হয়েছে। এটি তার সঙ্গে রীতিমতো অপরাধ।’

সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেরি করায় পিসিবির সমালোচনা করে হাফিজ বলেন, ‘শাহিন এখন মাত্র ইংল্যান্ডে গেলো। এই সিদ্ধান্ত কেনো ৮ সপ্তাহ আগে নেওয়া গেলো না? সঙ্গে সঙ্গে ওর অবস্থার পর্যালোচনা করা উচিত ছিল এবং পুনর্বাসনের জন্য বিশ্রামে পাঠানো জরুরি ছিল।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭