ইনসাইড বাংলাদেশ

‘আমার বিচার,আপনি যাচ্ছেন পিকনিকে?’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/01/2018


Thumbnail

২২ জানুয়ারি খুলনা যাবার কথা ছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপির এক আলোচনা সভায় প্রধান অতিথি হবার কথা ছিল তাঁর। এরই মধ্যে রোববার সকালে শিমুল বিশ্বাসের ফোন এলো মির্জা ফখরুলের মোবাইলে। মির্জা ফখরুল ফোন ধরতেই ওপার থেকে বলা হলো ম্যাডাম কথা বলবেন। বেগম জিয়া ফোন নিয়ে বললেন ‘আমার বিচার হচ্ছে আর আপনি পিকনিক করতে খুলনা যাচ্ছেন?’ মির্জা ফখরুল কিছু বলার আগেই বেগম জিয়া ক্ষিপ্ত কণ্ঠে বললেন ‘২২ তারিখে আমার মামলার তারিখ আপনি জানেন না? আপনারা তো আমার জেলের অপেক্ষা করছেন।’ বলেই ফোনটা কেটে দিলেন বেগম জিয়া। পরে মির্জা ফখরুল টেলিফোনে খুলনার নেতৃবৃন্দকে কর্মসূচি বাতিল করতে বললেন।

নিজস্ব এক ঘনিষ্ঠ কর্মীকে বললেন ‘আমি কি উকিল? আমি ঢাকায় থেকে কি করব। ঢাকার বাইরে নেতা কর্মীরা আমাদের কথা শুনতে চায়। এসময় দল চাঙ্গা করতে ঢাকার বাইরে কর্মসূচী দরকার। এসব ম্যাডামকে বোঝাবে কে?’

খুলনার পূর্ব নির্ধারিত আলোচনা অনুষ্ঠানও বাতিল হয়ে গেছে বলে জানা গেছে।

বাংলা ইনসাইডার/



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭