ইনসাইড গ্রাউন্ড

ক্রিকেট নিয়ে জুয়া খেলছে বাংলাদেশ?


প্রকাশ: 01/09/2022


Thumbnail

বাংলাদেশ ক্রিকেট দল কি ক্রিকেট খেলছে নাকি জুয়া? বিষয়টি শুনতে বেশ অবাক লাগলেও মোটেই অবাক করার মত বিষয় নয়। এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট দলের কর্মকাণ্ড দেখে এমন মনে হওয়াটাই স্বাভাবিক। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে ওপেনিংয়ে দেখা যায় দীর্ঘদিন পর জাতীয় দলে খেলতে আসা মোহাম্মদ নাঈম শেখ এবং এনামুল হক বিজয়কে। আজ শ্রীলঙ্কার বিপক্ষে মোহাম্মদ নাঈম শেখ এবং এনামুল হক বিজয়কে সরিয়ে দেয়া হলো। পরিবর্তে দলে নেয়া হলো দীর্ঘ ৩ বছর পর জাতীয় দলে জায়গা পাওয়া সাব্বির রহমানকে। সেই সাথে ২০১৮ সালের পর জাতীয় দলের হয়ে টি-টুয়েন্টি না খেলা মেহেদী হাসান মিরাজকে। টি-টুয়েন্টিতে প্রথমবারের মতো ওপেনিং করছে সাব্বির। টি-টুয়েন্টি ফরম্যাটে এমন একটি মঞ্চে এমন পরিবর্তন, নিশ্চিত বাজি না ধরলে কি এমন সিদ্ধান্ত নেয়া যায়!

কিছুদিন আগেই সাকিবের সঙ্গে জুয়া প্রতিষ্ঠান বেটউইনারের চুক্তি নিয়ে হয়েছে হাঙ্গামা। এছাড়াও বিসিবির একাধিক কর্মকর্তার বিপক্ষে বিভিন্ন সময়ে জুয়া খেলার অভিজ্ঞতা পাওয়া যায়। সেই নেশা থেকে কি এখন জাতীয় দল নিয়েও জুয়া চলছে? সাব্বির-মিরাজ কি জুয়ার সেই রসদ? ম্যাচের ফলাফল জয়-পরাজয় যাই হোক না কেন, এমন সিদ্ধান্তে শুধু সমর্থকরাই নয়, হতবাক ক্রিকেট বোদ্ধারাও।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭