ইনসাইড গ্রাউন্ড

শুরতেই উইকেট হারালো টাইগাররা


প্রকাশ: 01/09/2022


Thumbnail

প্রথমবারের মত আন্তর্জাতিক ম্যাচে ওপেনিং এ নেমে আগ্রাসী মনোভাব ধরলেও ব্যর্থ সাব্বির। ইনিংসের ৩য় ওভারে অসিথা ফার্নান্দোর বলে  পুল করতে গিয়ে টাইমিং করতে পারেননি সাব্বির। এজড হয়েছেন মাত্র ৬ বলে ৫ রান করে ধরা পড়েন কিপারের হাতে। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ২.৫ ওভারে ১৯ রান ১ উইকেট হারিয়ে। ১২ বলে ১১ রান করে অপরাজিত আছেন মিরাজ। তার সঙ্গ দিতে নেমেছেন অধিনায়ক সাকিব আল হাসান। 

এর আগে এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি ম্যাচ টস হেরেছে বাংলাদেশ। টস জিতে সাকিব আল হাসানদের আগে ব্যাট করার আমন্ত্রণ জানান লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের আজকের ম্যাচটি হয়ত আনুষ্ঠানিক কোনো ‘ফাইনাল’ নয়, তবু এই ম্যাচের গুরুত্ব বাংলাদেশ বা শ্রীলঙ্কা কারো জন্যই কোনো ফাইনালের চেয়ে কম নয়। লড়াইটা যে টিকে থাকার। তাই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজকের বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচটিকে নির্দ্বিধায় ‘অঘোষিত ফাইনালের’ তকমা দেওয়া যায়।

দুই দলই আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানদের কাছে হেরেছে। দুই ম্যাচের দুটিতে জয় নিয়ে আফগানিস্তান ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে পৌঁছে গেছে শেষ চারে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে আজ যে দল বিজয়ী হবে, সে দল আফগানদের সঙ্গে সুপার ফোরে যোগ দেবে, অন্য দলটিকে বিদায় নিতে হবে গ্রুপ পর্ব থেকেই।

বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ

শ্রীলঙ্কা একাদশ

পথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দাসুন শানাকা, চামিকা করুণারত্নে, মহেশ থেকশানা, দিলশান মাদুশঙ্কা, অসিথা ফার্নান্দো



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭