ইনসাইড গ্রাউন্ড

কেন খেলছেন মুশফিকুর রহিম?


প্রকাশ: 01/09/2022


Thumbnail

মুশফিকুর রহিম নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে একজন সেরা উইকেট-কিপার ব্যাটার। কিন্তু সাম্প্রতিক পরিসংখ্যান বিবেচনায় প্রশ্ন উঠতেই পারে এখনও কেন খেলছেন মুশফিক? উইকেটের পিছনে থেকে এবং ব্যাট হাতে দলকে তিনি অনেক দিয়েছেন। সেসব এখন অতীত। বয়স হয়েছে, হয়েছে অবসর গ্রহণের সময়ও। টি-টুয়েন্টিতে এখন কতটা যোগ্য সেই প্রশ্ন উঠবে, এটাই স্বাভাবিক। তবুও কিন্তু এশিয়া কাপের মত বড় মঞ্চে খেলছেন তিনি। বলা হচ্ছে, 'অভিজ্ঞতা' এবং 'সিনিয়র' হিসেবেই দলে জায়গা পাচ্ছেন। বিসিবি সংশ্লিষ্ট অনেকেই আবার বলছেন, তাদের পরিবর্তে খেলার মতো খেলোয়াড় কোথায়? কিন্তু এসব প্রশ্নে তারা প্রশ্নবিদ্ধ হচ্ছে খোদ বিসিবি।

ক্রিকেট চরম বাস্তব একটি খেলা। এখানে আবেগের স্থান নেই। মাঠের খেলায় যেই দেশই ভালো খেলবে দিনশেষে জয় তারই। অস্ট্রেলিয়া, ভারতের মত ক্রিকেটীয় পরাশক্তির দেশগুলোতে দলে জায়গা পেতে হলে পারফর্ম্যান্স দেখিয়ে জায়গা নিতে হয়। সিনিয়র হলেই কেবল জায়গা মিলে না। কিন্তু বর্তমানে ভালো না করলেও বাংলাদেশ দলে জায়গা পাচ্ছেন মুশফিক। আগানদের সাথে ৪ বলে ১ রান এবং শ্রীলঙ্কার বিপক্ষে আজ ৫ বলে ৪। এমন হতাশাজনক পারফরমেন্সের পরও টনক নড়ছে না বিসিবির। শুধু মুশফিক নয়, আরও অনেক 'সিনিয়র' খেলোয়াড় রয়েছেন যাদের এখন যোগ্যতা না থাকলেও খেলছেন 'সিনিয়র কোটায়'। মুশফিক, রিয়াদদের দলে অন্তর্ভুক্তি নিয়ে তাই ক্ষোভ রয়েছে টাইগার দর্শকদের মনে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭