ইনসাইড গ্রাউন্ড

আফিফের ব্যাটে এগোচ্ছে টাইগার বাহিনী


প্রকাশ: 01/09/2022


Thumbnail

টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার সেরা বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার ওপর চড়াও হলেন আফিফ হোসেন। প্রথমে স্ট্রেইট ড্রাইভে চার মেরেছেন। এরপর গুগলি পড়ে ফেলে স্লগ সুইপে দারুণ টাইমিংয়ে মেরেছেন ছয়।

হাসারাঙ্গাকে মারা আফিফের ওই ছয়েই ১০০ পেরিয়ে গেছে বাংলাদেশ। ১৪.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১১৯ রান।

এর আগে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাট করতে আমন্ত্রণ জানান লংকান অধিনায়ক দাসুন শানাকা।

ওপেনিংটা ক্লিক করছে না। বাংলাদেশ তাই আজ বাঁচামরার ম্যাচে একসঙ্গে দুই ওপেনার বদলে ফেলেছে। নাইম শেখ আর এনামুল বিজয়ের বদলে ওপেনিংয়ে নামেন মেহেদি হাসান মিরাজ আর সাব্বির রহমান।

কেমন হলো ওপেনিং জুটি? দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা খুব খারাপ ছিল না। তবে ১৯ রানেই ভেঙে গেছে সাব্বির-মিরাজের জুটি।

দীর্ঘদিন পর দলে ফিরেছেন সাব্বির রহমান। ক্যারিয়ারে প্রথমবার ওপেনিং খেলতে নেমেছিলেন। তবে সুবিধা করতে পারেননি।
৬ বলে ৫ রান করে আসিথা ফার্নান্ডোকে পুল করতে গিয়ে উইকেটরক্ষকের ক্যাচ হন সাব্বির।

ওয়ানডেতে এর আগেও ওপেন করে সফল হয়েছেন মিরাজ। তবে টি-টোয়েন্টিতে আজই প্রথম। অফস্পিনিং এই অলরাউন্ডারকে নিয়ে টিম ম্যানেজম্যান্টের বাজি এবারও কাজে দিলো।

পাওয়ার প্লেতে যে উড়ন্ত সূচনার জন্য হাহাকার ছিল বাংলাদেশের, মিরাজ ওপেন করতে এসেই সেই আক্ষেপ দূর করে দিলেন। এই অলরাউন্ডারের ঝড়ো ব্যাটে চড়েই আজ শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৫৫ রান তোলে বাংলাদেশ।

তবে পাওয়ার প্লের পরের ওভারেই মারকুটে এই ওপেনারকে সাজঘরে ফিরিয়েছেন হাসারাঙ্গা। লঙ্কান এই লেগির বলে একবার এলবিডব্লিউয়ের আবেদনে বেঁচে গেলেও দুই বল পরই বোল্ড হয়ে গেছেন মিরাজ। ২৬ বলে ২টি করে চার-ছক্কায় মিরাজের ব্যাট থেকে আসে ৩৮ রান।

তার সঙ্গে সাকিবের ওপর চাপ ছিল নিজের রান বাড়ানোরও। মুশফিক যখন বিদায় নিচ্ছেন, সাকিব যে তখন ১১ বলে করেছেন কেবল ৭ রান!

সে চাপটা সাকিব সামলানোর ইঙ্গিতও দিচ্ছিলেন বৈকি! পরের ওভারে দুই চারসহ আদায় করে নেন ১৫ রান। তবে সাকিবের ছন্দপতন হলো এর পরের ওভারেই।

ইনিংসের ১১তম ওভার করতে আসা ওয়ানিন্দু হাসরাঙ্গার বলে বোল্ড হন সাকিব। ৮৭ রানে চতুর্থ উইকেট খুইয়ে বসে বাংলাদেশ। ফেরার আগে সাকিব করেন ২২ বলে ২৪ রান।

দুই দলই আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানদের কাছে হেরেছে। দুই ম্যাচের দুটিতে জয় নিয়ে আফগানিস্তান ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে পৌঁছে গেছে শেষ চারে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে আজ যে দল বিজয়ী হবে, সে দল আফগানদের সঙ্গে সুপার ফোরে যোগ দেবে, অন্য দলটিকে বিদায় নিতে হবে গ্রুপ পর্ব থেকেই।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭