ইনসাইড গ্রাউন্ড

বিশ্রাম প্রয়োজন মুস্তাফিজের


প্রকাশ: 01/09/2022


Thumbnail

কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান দেশের একজন সেরা বোলার তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই মুস্তাফিজের এখন যেন বিশ্রাম প্রয়োজন। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ৩ ওভার করে ৩০ রান দেয়ার পর আজ শ্রীলঙ্কার বিপক্ষে ২ ওভার করে দিয়েছেন ১৫ রান। নেই কোনো উইকেট। এমন খরুচে বোলিংয়ের পর বেশ ক্লান্তই দেখাচ্ছে মুস্তাফিজকে। তাকে এখনই বিশ্রামে পাঠানোর সময় যে এসে গেছে সেটা বলাই বাহুল্য। মুস্তাফিজ এখন যেন নিজের ছায়াই হয়ে আছেন!

অন্যদিকে, সাইফুদ্দিনের পরিবর্তে জায়গা পাওয়া তরুণ পেসার এবাদত হোসেন সুযোগ পেয়েই যেন জ্বলে উঠলেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ ওভারে ১৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করে লঙ্কান শিবিরে ইতোমধ্যে চাপ সৃষ্টি করেছেন এবাদত হোসেন। ভালো পারফরম্যান্সের পরও কেন এবাদত হোসেনরা দলে নিয়মিত সুযোগ পাচ্ছেন না, সেই প্রশ্ন উঠছেই।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭