ইনসাইড গ্রাউন্ড

এবাদত-তাসকিন তোপে দিশেহারা লঙ্কানরা


প্রকাশ: 01/09/2022


Thumbnail

নিজের প্রথম ওভারে এসেই জোড়া উইকেট নিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরিয়েছিলেন অভিষিক্ত এবাদত হোসেন। এবার নিজের দ্বিতীয় ওভারে এসেই আরও দলকে আরও এক সফলতা এনে দিলেন তিনি। বিপদজনক হয়ে উঠতে থাকা দানুশকা গুনাথিলাকাকে ফেরালেন তিনি।

এদিকে পরপর তিনবার আউট হওয়া থেকে বেচে যান মেন্ডিস। তবে তিনি  না ফিরলেও অন্যপ্রান্তে লঙ্কান ব্যাটসম্যানরা টিকতে পারছেন না। আরেকটি শর্ট বলে আরেকটি উইকেট পেল বাংলাদেশ। এবার অবশ্য বোলার তাসকিন আহমেদ। তাঁর শর্ট বলে আপার কাট করেছিলেন ভানুকা রাজাপক্ষে। থার্ডম্যানে থাকা সাব্বির রহমানের হাতে ধরা পড়েছেন। শ্রীলঙ্কা চতুর্থ উইকেট হারিয়েছে ৭৭ রানে।

এর আগে পাওয়ারপ্লেতে দারুণ শুরু করেও শ্রীলঙ্কা শেষ করেছিল ৪৮ রানে দুই উইকেট খুইয়ে, সেটা সম্ভব হয়েছিল এবাদতের কল্যাণেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম ওভারেই তুলে নিয়েছিলেন জোড়া উইকেট।

এক ওভার বিরতি দিয়ে তিনি আবারও ফিরলেন আক্রমণে। আবারও সফলতা এসে লুটিয়ে পড়ল তার পায়ে। দানুশকা গুনাথিলাকা দুই চার মেরে আভাস দিচ্ছিলেন বিপদজনক হয়ে ওঠার। তাকেই ফেরালেন তিনি। 

আগের দুই উইকেট তিনি পেয়েছিলেন শর্ট বলে। অষ্টম ওভারের চতুর্থ বলে তিনি আবারও এক শর্ট বল করেন, সেটাই পুল করতে গিয়ে ভুল করেন দানুশকা। তাসকিন আহমেদ দারুণভাবে সামনে লুটিয়ে পড়ে নেন ক্যাচটা। ৬৭ রানে শ্রীলঙ্কা খোয়ায় তৃতীয় উইকেট।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭