ইনসাইড বাংলাদেশ

পুলিশের শীর্ষ তিন পদে কারা আসছেন?


প্রকাশ: 02/09/2022


Thumbnail

পুলিশের শীর্ষ তিন পদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এই পদগুলোতে কারা আসছে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে এবং সরকারের মধ্যে নানামুখী আলোচনা চলছে। বর্তমানে পুলিশ মহাপরিদর্শক বা আইজিপির মেয়াদ শেষ হচ্ছে ৩০ সেপ্টেম্বর। ৩০ অক্টোবর শেষ হচ্ছে ঢাকার পুলিশ কমিশনার শফিকুর রহমানের চাকরির মেয়াদ। আর ১২ জানুয়ারি শেষ হবে বর্তমানে র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চাকরির মেয়াদ। এই তিন শীর্ষ পদ পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ করে এবং নির্বাচনের আগে তিনটি পদ অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ। তাই এই পদগুলোতে কারা আসছে তা নিয়ে বিভিন্ন মহলের আগ্রহ রয়েছে। পুলিশ মহাপরিদর্শকের মেয়াদ শেষ হচ্ছে  ৩০ সেপ্টেম্বর। বেনজীর আহমেদ চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন নাকি তার বদলে অন্য কাউকে নিয়োগ দেওয়া হবে এটি এখন ব্যাপকভাবে আলোচিত হচ্ছে নানা মহলে। অতীতে পুলিশের এই শীর্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়নি। এটি বর্তমান আইজিপির চুক্তিভিত্তিক নিয়োগের অন্যতম বড় বাধা। তাছাড়া তার ব্যাপারে মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। এটিও কেউ কেউ বলছেন। যদিও মার্কিন নিষেধাজ্ঞা সত্বেও তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিসংঘের আমন্ত্রণে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ হবে কিনা এখন পর্যন্ত চূড়ান্ত নয় বলে একাধিক মহল নিশ্চিত করেছেন। তার যদি মেয়াদ শেষ হয়ে যায় তাহলে এই পদে কে আসবে সে নিয়েও নানামুখী আলাপ-আলোচনা চলছে। সেই আলাপ-আলোচনায় র‌্যাবের বর্তমান মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। কারণ আব্দুল্লাহ আল মামুন জ্যেষ্ঠতম। তবে সমস্যা হলো যে, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চাকরির মেয়াদ শেষ হয়ে যাবে ১২ জানুয়ারি। সে ক্ষেত্রে মাত্র এই কয়দিনের জন্য তিনি আইজিপি হবেন কিনা সেটিও একটি বড় প্রশ্ন। আর যদি তাকে এই স্বল্প সময়ের জন্য আইজিপি করা হয় তাহলে এটি হবে একটি ব্যতিক্রমী ঘটনা। তবে অনেকেই মনে করছেন যেহেতু তিনি জ্যেষ্ঠতম এবং ১২ জানুয়ারি পর্যন্ত শেষ পর্যন্ত চাকরি আছে এই সময় পর্যন্ত হয়তো সরকার তাকেই পুলিশের আইজিপি পদে নিয়োগ দিতে পারে। 

এছাড়াও আইজিপি আলোচনায় আছেন আরও তিনজনের নাম। এদের মধ্যে রয়েছেন এস এম রুহুল আমিন, মোহাম্মদ কামরুল আহসান এবং জামিল আহমেদ। এদের মধ্যে রুহুল আমিন জ্যেষ্ঠতম হলেও সাম্প্রতিক সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে রদবদল করেছে সেই রদবদলে মো: কামরুল হাসানকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক প্রশাসনের দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশের আইজিপির পরেই এটি পুলিশের শীর্ষ পদ। সে বিবেচনায় কামরুল আহসান এগিয়ে গেলেন কিনা সেটি নিয়েও কোনো কোনো মহল প্রশ্ন তুলছে। অন্যদিকে পুলিশের ঢাকা মহানগর পুলিশ কমিশনারের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ অক্টোবর। ঢাকা মহানগরের কমিশনার  শফিকুল ইসলাম চাকরিতে এক বছরের চুক্তিতে রয়েছেন। তার চাকরির মেয়াদ গত বছর ২৯ অক্টোবর শেষ হয়ে গিয়েছিল। সরকার তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল। এবার তার চুক্তি বাড়ার সম্ভাবনা নাই। এই পুলিশ কমিশনার শফিকের জায়গায় যে হাবিবুর রহমান আসছেন এটা মোটামুটি নিশ্চিত। হাবিবুর রহমান বর্তমানে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছেন। একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে তাঁর সুনাম রয়েছে এবং তিনি পুলিশ প্রশাসনের মধ্যে জনপ্রিয় বটে। এটি মোটামুটি নিশ্চিত যে, কোনো অঘটন না ঘটলে হাবিবুর রহমানই হতে যাচ্ছেন ডিএমপির পরবর্তী কমিশনার।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭