ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বেয়ারস্টো


প্রকাশ: 02/09/2022


Thumbnail

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ড দলের বিশ্রামের সুযোগ নেই। তাই দ্য হান্ড্রেড থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ইংলিশ ব্যাটার জনি বেয়ারস্টো। কিন্তু ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে আর খেলা হচ্ছে না এই হার্ড হিটার ব্যাটারের।

গলফ খেলতে গিয়ে চোটে পড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন জনি বেয়ারস্টো। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বিবৃতিতে ইসিবি জানায়, ইংল্যান্ডের লিডসে গলফ খেলতে গিয়ে চোট পান এ ক্রিকেটার। তার বদলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে বেন ডাকেটকে দলে নেওয়া হয়েছে।

আগামী সপ্তাহে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর পর বলা যাবে কতদিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে জনিকে। তার পরিবর্তে কাকে বিশ্বকাপ দলে ডাকা হবে তা পরিবর্তে জানাবে ইসিবি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭