ইনসাইড বাংলাদেশ

প্রধান বিচারপতি নিয়োগের শুনানি ২৮ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/01/2018


Thumbnail

নতুন প্রধান বিচারপতি নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি পিছিয়ে ২৮ জানুয়ারি ধার্য করা হয়েছে।

রোববার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এই দিন ধার্য করেন।আদালতে রাষ্ট্রপক্ষের সময় আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

গত ১৮ জানুয়ারি এই রিট আবেদন শুনানির জন্য গ্রহণ করেছিল হাইকোর্ট।

নতুন প্রধান বিচারপতি নিয়োগ না দেওয়া কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না মর্মে রুল জারির নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টে একটি রিট আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

গত ১০ নভেম্বর প্রধান বিচারপতি এসকে সিনহা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন । ১৪ নভেম্বর রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করেন। এরপর থেকে প্রধান বিচারপতির পদটি শূন্য রয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিঞা।

বাংলা ইন সাইডার/এএফ/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭