ইনসাইড গ্রাউন্ড

শ্রীলংকাকে ১৭৬ রানের বিশাল টার্গেট দিলো আফগানরা


প্রকাশ: 03/09/2022


Thumbnail

এবারের এশিয়া সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে দারুণ ছন্দে থাকা আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে রহমহতুল্লাহ গুরবাজের ঝড়ো ইনিংসের উপর ভর করে শ্রীলঙ্কাকে ১৭৬ রানের বিশাল টার্গেট দিয়েছে।

এর আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ইতোমধ্যে ট্যস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।

আসরের প্রথম ম্যাচেও এই দুই দলের দেখা হয়েছিল, তখন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান। এই যাত্রায় টস জিতে আফগানদের সেই সিদ্ধান্তের অনুকরণ করল শ্রীলঙ্কা।

দ্বীপরাষ্ট্রটিকে নাকানি-চুবানি খাইয়ে আসরের প্রথম ম্যাচে ৮ উইকেটে হারিয়েছিলেন মোহাম্মদ নবিরা। টস হেরে আগে ব্যাটিং করা শ্রীলঙ্কার ১০৬ রানের মামুলি লক্ষ্য আফগানরা পেরিয়ে গিয়েছিল ৫৯ বল হাতে রেখে।

সুপার ফোরের প্রথম ম্যাচটি লঙ্কানদের জন্য তাই প্রতিশোধেরও। আফগানদের বিপক্ষে সেই লজ্জার হারের শোধ তোলার ম্যাচে টস জিতে তাদের শুরুটা ভালোই হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭