ইনসাইড বাংলাদেশ

গ্রামীনফোনের সঙ্গে চুক্তিটি বাতিল করলো ইসি


প্রকাশ: 04/09/2022


Thumbnail

নির্বাচন কমিশন সচিবালয়ের ‘রিমোট এক্সেস ভিপিএন ফর ইসিএস’ কার্যসম্পাদনের জন্য গ্রামীনফোন লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিল নির্বাচন কমিশন। কিন্তু চুক্তি অনুযায়ী গ্রামীনফোন লিমিটেড যথাসময়ে কার্যসম্পাদনে ব্যর্থ হয়েছে। এজন্য গ্রামীনফোন লিমিটেডের সাথে চুক্তিটি বাতিল করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ফারজানা আখতার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমরা গ্রামীণফোনের ম্যানেজার বরাবর চিঠি দিয়েছি।

পাশাপাশি চুক্তি অনুযায়ী যথাসময়ে কার্যসম্পাদনে ব্যর্থ হওয়ায় গ্রামীনফোন লিমিটেডকে দাখিল করা পারফরমেন্স সিকিউরিটির অর্থ পরিশোধ করতে অনুরোধ জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

ফারজানা আখতার আরও জানান, গ্রামীনফোন লিমিটেড কর্তৃক দাখিল করা পারফরমেন্স সিকিউরিটি (এসইবিএস/বিএএসএইচইউ/পিজি/০৬/২০২২, তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২২) বাজেয়াপ্তপূর্বক ৮৪ হাজার ২৪০ টাকার সমুদয় অর্থ নির্বাচন কমিশন সচিবের অনুকূলে পরিশোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭