ওয়ার্ল্ড ইনসাইড

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মাহাথির মোহাম্মদ


প্রকাশ: 04/09/2022


Thumbnail

হাসপাতালে চিকিৎসা শেষে রোববার ছাড়া পেয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদ। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ৯৭ বছর বয়সী মাহাথিরকে। হাসপাতাল ছাড়লেও কোয়ারেন্টাইনে থাকতে হবে তাকে।

মাহাথিরের কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাস পজিটিভ হওয়ার পর গত বুধবার জাতীয় হার্ট ইনস্টিটিউটে ভর্তি হন মাহাথির। মঙ্গলবার পর্যন্ত বাড়িতে কোয়ারেন্টাইনে থাকবেন তিনি।

মাহাথিরের বক্তব্য ও সরকারি তথ্য মতে, করোনা টিকার তিনটি ডোজ নিয়েছিলেন আধুনিক মালয়েশিয়ার রূপকার খ্যাত এ আইনপ্রণেতা। সর্বশেষ ডোজটি নিয়েছিলেন গত বছরের নভেম্বরে।

দুই দশকেরও বেশি সময় ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহাথির। এখনো রাজনীতিতে সক্রিয় তিনি।

রয়টার্স জানিয়েছে, করোনা সংক্রমিত হওয়ার আগে মাহাথির হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। বাইপাস সার্জারিও করাতে হয়েছিল তাকে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭