কালার ইনসাইড

শিল্পী সমিতিকে সাবধান করে যা বললেন অনন্ত জলিল


প্রকাশ: 04/09/2022


Thumbnail

নিজেদের প্রযোজনার বাইরে প্রথমবারের মতো সিনেমা করছেন ঢালিউডের আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। অ্যাকশনভিত্তিক এ সিনেমার নাম ‘কিল হিম’। ‘সুনান মুভিজ’ এর ব্যানারে ছবিটি নির্মাণ করবেন প্রযোজক ও পরিচালক এম. ডি ইকবাল।

শনিবার (৩ সেপ্টেম্বর) এফডিসিতে অনুষ্ঠিত ছবির মহরতে জানা গেলো এ ছবির নায়ক হিসেবে পাবেন ৪০ লাখ টাকা আরও নায়িকা বর্ষা পাবেন ১০ লাখ। তার হাতে আজ আনুষ্ঠানিকভাবে পারিশ্রমিকের চেক তুলে দেন প্রযোজক ও পরিচালক ইকবাল। অনুষ্ঠানে ২০০ মোটরসাইকেল শোভাযাত্রায় এফডিসিতে আসেন অনন্ত জলিল ও বর্ষা। অতিথিদের ভোজনের জন্য ছিল দুটি গরু ও পাঁচটি খাসির ব্যবস্থা। 



আয়োজিত অনুষ্ঠানে অনন্ত জলিল বলেন, এই ছবির অফার যখন পেলাম, তখন ইকবাল ভাইকে বললাম, আমরা যেহেতু বাইরের প্রোডাকশনে প্রথম কাজ করছি, সেহেতু মহরতটা একটু ঝাকানাকা হতে হবে। যেন সবাই বলে অনন্ত-বর্ষা বাইরের সিনেমা করতে আসছেন এবং ইকবাল ভাই প্রডিউস করবেন। তো প্রযোজকের একটু টাকা তো খসাতেই হয় আমাদের। তখন উনি বললেন, এফডিসির ১৮টা সংগঠন আছে। তাদের দাওয়াত দিলে পাঁচ-ছয়শ লোক হবে। এ ছাড়া আপনাদের রিসিভ করতে চারশ বাইক নেব। তখন আমি বললাম, এত বেশি আবার করবেন না। যাই হোক, আমি এই আয়োজনে খুশি। 

এদিকে অনন্ত জলিল বর্তমান শিল্পী সমিতির চলমান মামলা নিয়ে বলেন, আমি আর কাউকে কোর্ট, কাচারিতে দেখতে চাই না। আমরা নিজেরা বসে সব সমাধান করেন। অনেকেই হয়তো বলতে পারেন আমি কেন এমন কথা বলছি! হ্যাঁ আমি এখন বলবোই। সব কিছুতে অনন্ত জলিল থাকতে পারলে এই বিষয়েও থাকবে। দরকার হলে আমিও বসে সমাধানের চেষ্টা করবো। তবুও আপনারা কোর্ট কাচারিতে আর যাইয়েন না। 

মহরতে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নিপুণ আক্তার, সহ অনেকেই এসেছিলেন। ছিলেন আলগমীর খসরু, মহম্মদ হান্নান, জাকির হোসেন রাজু, মনোয়ার হোসেন ডিপজলসহ প্রযোজক ও পরিচালক সমিতির নেতারাও।

নতুন এই সিনেমায় আরও অভিনয় করবেন মিশা সওদাগর, রুবেল, কলকাতার রাহুল দেবসহ অনেকেই। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭