ইনসাইড গ্রাউন্ড

রোহিত-রাহুলের ঝরে উড়ন্ত সূচনা ভারতের


প্রকাশ: 04/09/2022


Thumbnail

নাসিম শার প্রথম ওভারে   কাভারের ওপর দিয়ে চার, এরপর মিডউইকেটের ওপর দিয়ে ছক্কা। রোহিত শর্মা যেভাবে চড়াও হয়েছিলেন বোঝাই যাচ্ছিলো কিছু একটা হবে। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ আটটি টি-টোয়েন্টি ইনিংসের মধ্যে তিনবারই প্রথম ২ বলের মধ্যে আউট হয়েছিলেন রোহিত, তবে এবার শুরুটা ভিন্ন হলো তাঁর।

দলিও ৫০ রান আসে ২৬ বলে। আগ্রাসি ঝরে পাকিস্তানিয়া বোলারদের উড়ীয়ে দিচ্ছেন রোহিত শর্মা। ১.৫ বলে ২৮ রান করেছেন৩ টি বাউন্ডারি ও ২ টি ছক্কার বিনিময়ে। পিছিয়ে নেই কে এল রাহুলও। দুজনেই সমান তালে আগ্রাসন দেখাচ্ছেন। রাহুল আছেন ১৫ বলে ২৬ রানে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৫ ওভারে ৫৪ রান বিনা উইকেট হারিয়ে। চাপে পাকিস্তানি বোলাররা।

গ্রুপপর্বের ম্যাচের উল্টোটা আজ টস জিতলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সেদিন ভারত অধিনায়ক যা করেছিলেন, আর তিনিও তা-ই করলেন। শুরুতে ব্যাট করতে পাঠিয়েছেন প্রতিপক্ষ ভারতকেই।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭