ইনসাইড গ্রাউন্ড

মুশফিকের অবসর নিয়ে বিসিবির সিদ্ধান্ত নেয়া বাকি


প্রকাশ: 04/09/2022


Thumbnail

এইতো গতকালই এশিয়া কাপের গ্রুপ স্টেজ থেকে বিদায় নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টি ক্রিকেটে আরেক দফা ব্যর্থতায় ক্রিকেটাঙ্গনে নানা রকম সমালোচনার মধ্যে হঠাৎ করেই আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিকুর রহিমের টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

তার এই অবসরের ঘোষণায় অনেকেই হতবাক হয়েছেন, আবার কেউ জানিয়েছেন ধন্যবাদ। কেও আবার তার সমর্থনের দলের জন্য তার অবদান নিয়ে লিখছেন। দুঃখ প্রকাশ করেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন এক সিদ্ধান্ত নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চলছে। 

যদিও বা তার অবসর নিয়ে বোর্ড থেকে আনুষ্ঠানিক বার্তা আসেনি এখনো। ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে মুশফিকের অবসরের সিদ্ধান্ত এখনো গ্রহণ করেনি বিসিবি। বলেন, ‘মুশফিকের অবসর সিদ্ধান্তের পর আমরা (বোর্ডের নীতি-নির্ধারকরা) নিজেদের ভেতর আলোচনা করে তারপর আমাদের প্রতিক্রিয়া জানাবো

জালাল ইউনুস বলেন, ‘আমরা এখনো এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নেইনি। মাত্র আজ দেখলাম, কাল আলাপ-আলোচনা করে তারপর আমরা সিদ্ধান্ত জানিয়ে দিবো।’

এর আগে আজ সকালে বিসিবির কাছে নিজের টি-টোয়েন্টি দল থেকে অবসর নেয়ার প্রসঙ্গ নিয়ে একটি মেইল দিয়েছিলেন মুশফিক। সেইখানে আর সিদ্ধান্তের কারণ হিসেবে তিনি লিখেছেন যে ওয়ানডে এবং টেস্ট ফরম্যাটে আরো মনোযোগী হতেই এ সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক, জানান ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। 

এ বিষয়ে তার ভাষ্য, ‘সে আমাদের মেইল করেছে, সেখানে উল্লেখ করেছে টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে আরো বেশি মনোনিবেশ করতে এমন সিদ্ধান্ত তার।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭