ওয়ার্ল্ড ইনসাইড

ইমরান খানের ওপর ক্ষুদ্ধ পাকিস্তান সেনাবাহিনী


প্রকাশ: 06/09/2022


Thumbnail

পাকিস্তানের সেনাবাহিনী নিয়ে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের এক মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর জিও নিউজ ও নিউজ ইন্টারন্যাশনালের।

সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনীর নতুন নেতৃত্ব নিয়ে কথা বলায় তার উপর ক্ষোভ প্রকাশ করে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, ইমরানের মন্তব্যে 'ভীতবিহ্বল' তারা। এর আগে, এক জনসমাবেশে দেশটির বর্তমান ক্ষমতাসীন সরকারের সমালোচনা করে ইমরান খান বলেছিলেন, সরকার নিজেদের পছন্দের সেনাপ্রধান নিয়োগ করার জন্য নির্বাচন পিছিয়ে দিচ্ছে। আর যদি দেশপ্রেমিক সেনাপ্রধান নিয়োগ করা হয়, তবে তিনি বর্তমান শাসকদের ছেড়ে দেবেন না।

আইএসপিআর সোমবার এক বিবৃতিতে বলেন, ফয়সালাবাদের সমাবেশে সামরিক বাহিনীর নেতৃত্ব নিয়ে ইমরান খান যে মানহানিকর মন্তব্য করেছেন, তাতে সেনাবাহিনী বীতশ্রদ্ধ।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং জানায়, সেনাবাহিনী একটি প্রতিষ্ঠান হিসেবে যখন 'প্রতিদিন জাতির নিরাপত্তা ও সুরক্ষার জন্য' জীবন দিচ্ছে, তখন সেনাবাহিনীর সিনিয়র নেতাদের মানহানি ও কলঙ্কিত করার এই চেষ্টা দুর্ভাগ্যজনক।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭