ইনসাইড বাংলাদেশ

‘আবার বিক্ষোভ করলেই ব্যবস্থা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/01/2018


Thumbnail

প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করেছেন। উপকমিটিও গঠন হয়নি। নতুন করে খসড়া তালিকা করার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে নির্দেশ দিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা। কিন্তু তারপরও ধানমন্ডী সভাপতির কার্যালয়ের সামনে যারা প্রতিদিন বিক্ষোভ করছেন, তাদের অবিলম্বে বিক্ষোভ বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম এবং সহ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াকে প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন, তার বার্তা বিক্ষোভরত ছাত্রলীগ কর্মীদের দিতে। দুই দিন ধরে ধানমন্ডীতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে তারা উপ-কমিটিতে পদবঞ্চিত হবার প্রতিবাদ করছেন। দুইদিনই তারা দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ঘেরাও করেন। রোববার রাতে প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনের বিক্ষোভের খবর পেয়ে বিরক্ত হন। প্রধানমন্ত্রী বলেছেন ‘এসব কর্মকান্ড দলে অশান্তি সৃষ্টি করছে।’ তিনি দুজন নেতাকে বলেছেন, ‘এরপর দলে অশান্তি করলে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেছেন ‘বিক্ষোভ করবে কেন? অভিযোগ বলেছে, এখন দেখা হচ্ছে।’


উল্লেখ্য যে, কথিত উপ-কমিটিতে ছাত্রলীগের ত্যাগী এবং পরিক্ষিত কর্মীদের বাদ দেওয়া নিয়ে গত তিনদিন আওয়ামী লীগে অস্থিরতা চলছে।

 

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭