ইনসাইড গ্রাউন্ড

পরপর দুই ওভারে রাহুল-কোহলিকে হারিয়ে বিপদে ভারত


প্রকাশ: 06/09/2022


Thumbnail

এশিয়া কাপের সুপার ফোর পর্বে আরেক হাইভোল্টেজ ম্যাচে পরপর দুই উইকেট হারিয়ে বেশ বিপদে পড়েছে ভারত। নিজেকে যেনো মেলে ধরতেই পারছেন না রাহুল। চলতি এশিয়া কাপে আবারও অল্পেই ব্যর্থ হয়ে সাজঘরে ফিরলেন মারকুটে এই ওপেনার।

দ্বিতীয় ওভারে মহেশ থিকাসানার বলে প্রথমেই বাউন্ডারি মেরে বুঝিয়ে দেন তার আগ্রাসী মনোভাব। কিন্তু এর পরের বলেই থিকসানার স্পিন ভেলকিতে সামলাতে না পেরে এল বি ডব্লিউ হয়ে ৭ বলে ৬ রান করে সাজঘরে ফিরেন তিনি। ভারত হারায় তাদের প্রথম উইকেট।

তার পিছু নেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। চলতি আসরে নিজের ফর্ম কিছুটা খুঁজে পেলেও আজ তিনিও মলিন। দিলশান মাদুশঙ্কার প্রথম ওভারে ক্রিজে এসেই শুরুতে ডিফেন্স এপ্রোচ নেন তিনি। ৩ বল ডিফেন্স দিয়ে ৪র্থ বলে বিট হয়ে গোল্ডেন ডাক নিয়ে বোল্ড আউট হন তিনি। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের স্কোর ৩ ওপভার শেষে ১৫ রান দুই উইকেট হারিয়ে। ক্রিজে আছেন রোহিত শর্মা ৪(৭) ও সূর্যকুমার যাদভ ২(২)।

সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচেই হেরেছে ভারত এবং জিতেছে শ্রীলঙ্কা। আজ জিততে পারলে লঙ্কানদের ফাইনালে ওঠার রাস্তা অনেকটাই সহজ হয়ে যাবে। অন্যদিকে ভারতের ফাইনালে ওঠার রাস্তাটা হযে যাবে কঠিন।

এর আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বাঁচামরার লড়াইয়ের দিনে টস জিতে ভারতকে আগে ব্যাট কয়ার আমন্ত্রণ জানিয়েছেন নিজেরা প্রথমে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত নেন  শ্রীলংকান অধিনায়ক দাসুন শানাকা।

ভারত একাদশ: কেএল রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং

শ্রীলঙ্কা একাদশ: পথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থেকশানা, অসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭