ইনসাইড বাংলাদেশ

সমুদ্রে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় কমলো দাম আড়তে


প্রকাশ: 07/09/2022


Thumbnail

গভীর সমুদ্রে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় আড়তে দাম কমছে ইলিশের।

দেশের বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্রে গত সপ্তাহের তুলনায় আকার ভেদে মণ প্রতি ইলিশের দাম কমেছে -১৫ হাজার টাকা।

মৎস্য অবতরণ কেন্দ্রের পাইকাররা জানান, গত সপ্তাহে এক কেজি ওজনের ইলিশের মণ ছিল ৫৫ থেকে ৬০ হাজার টাকা। যা বর্তমানে ৪০ থেকে ৪৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ছোট ইলিশ গত সপ্তাহে বিক্রি হয়েছে ১৫-১৬ হাজার টাকা, যা বর্তমানে বিক্রি হচ্ছে ১২-১৩ হাজার টাকায়।

সমুদ্রে মাছ বেশি ধরা পড়ায় দাম কমে গেছে। তাই ব্যস্ত সময় পার করতে হচ্ছে মৎস্য অবতরণ কেন্দ্রের পাইকারদের। দেশের বিভিন্ন আড়তে পাঠিয়ে ভালো লাভের আশা করছেন তারা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭