টেক ইনসাইড

টুইটারে যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপ বাটন


প্রকাশ: 11/09/2022


Thumbnail

মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম ট্যুইটারে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য একটি নতুন ফিচার নিয়ে এসেছে। এখন থেকে টুইট সরাসরি হোয়াটসঅ্যাপে শেয়ার করা যাবে।

অ্যান্ড্রয়েড ইউজারদের জন্যই শুধু টুইটারের নিচে যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপ বাটন। এর ফলে মাত্র একবার ট্যাপ করলেই হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে থাকা যে কাউকে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে টুইট শেয়ার করা সম্ভব। আগের মতো আর লিঙ্ক কপি করে তারপর শেয়ার করতে হবে বা প্রয়োজন পড়বে না। তবে আইওএস ইউজারদের জন্য এই ফিচারটি এখনো চালু হয়নি।

বর্তমানে শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন এবং ভারতের টুইটার ইউজাররাও এই সুবিধা পাবেন। আইওএস ইউজারদের জন্য এই ফিচার চালু হয়নি। সম্প্রতি শোনা গিয়েছে ট্যুইটারে চালু হতে চলেছে ‘এডিট’ অপশন। ৩০ মিনিট পর্যন্ত টুইট এডিট করার সুযোগ মিলবে এই ফিচারে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭