ইনসাইড বাংলাদেশ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আদালতে বেগম জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/01/2018


Thumbnail

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (২৩জানুয়ারি) বেলা ১১টা ৩৮ মিনিটে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার হাজিরা দিতে আদালতে পৌঁছেছেন।

রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন করা হচ্ছে ।

গত ২০১৬ সালের ১৯ ডিসেম্বর জিয়া অরফানেজ এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তি উপস্থাপন শুরু হয়। খালেদা জিয়ার আইনজীবীরা গত ২০,২১, ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর এবং ৩,৪,১০, ১১, ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি খালেদা জিয়াসহ অন্যান্য আসামির পক্ষে যুক্তি উপস্থাপন করেন ।

উল্লেখ্য, ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

 

বাংলা ইনসাইডার/এএফ/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭