ইনসাইড ইনভেস্টিগেশন

অবৈধ মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে অভিযান চালাবে সিআইডি


প্রকাশ: 12/09/2022


Thumbnail

বিভিন্ন ধরনের কারসাজি করে ডলার বাজারকে অস্থিতিশীল করে তুলেছে কিছু স্বার্থন্বেষী মানি চেঞ্জার্স। আবার হুন্ডি বা অর্থপাচারের মাধ্যমে রেমিট্যান্স হারাচ্ছে সরকার। এমন পরিস্থিতিতে অবৈধ মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সিআইডি।

হুন্ডি বা অর্থপাচার রোধ, অবৈধ মানি এক্সচেঞ্জের কার্যক্রম এবং বৈধ মানি এক্সচেঞ্জের অনুনোমোদিত কার্যক্রম নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১১ সেপ্টেম্বর) রাজধানীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়। পরে সংবাদমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

অবৈধ মানি এক্সচেঞ্জের তলিকা দেয়া এবং তাদের অবৈধ কার্যক্রম সম্পর্কে তথ্য দেয়ার বিষয়ে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন প্রতিশ্রুতি দেয়। এছাড়া সভায় অবৈধ মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে সিআইডি অভিযান চালাবে বলেও সংস্থার প্রধান মোহাম্মদ আলী মিয়া সবাইকে আশ্বস্ত করেন।

‘মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ এর সঙ্গে এ সমন্বয় সভায় সভাপতিত্ব করেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। সভায় অবৈধ হুন্ডি ব্যবসা, বৈধ এবং অবৈধ মানি এক্সচেঞ্জের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে অবৈধ মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন সিআইডিকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেয়।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭