ইনসাইড বাংলাদেশ

হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ


প্রকাশ: 12/09/2022


Thumbnail

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা নোয়খালীতে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরণের নৌযানকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। এর ফলে দেশের অন্য অঞ্চল থেকে লোকজন হাতিয়ায় আসতে পারছেন না এবং হাতিয়া থেকে কেউ বাইরে যেতে পারছে না। 

সোমবার (১২ সেপ্টেম্বর) হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেম, আবহাওয়া অধিদপ্তর থেকে সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকায় ৩ নম্বর সংকেত জারি করায় মানুষের জানমাল রক্ষায় বাড়তি সতর্কতা হিসেবে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
কোস্টগার্ড সদস্যরা মাইকং করে লোকজনকে আবহাওয়া সংকেত মেনে চলার আহ্বান জানাচ্ছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭