ইনসাইড বাংলাদেশ

আইভীকে হত্যা চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/01/2018


Thumbnail

নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

অভিযোগে বলা হয়েছে, হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষের সময় অস্ত্রধারী নিয়াজুল ইসলাম খানসহ নয়জন তাঁকে হত্যার চেষ্টা করে। একই সঙ্গে অজ্ঞাত আরও ৯০০ থেকে এক হাজার জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আইন কর্মকর্তা এম এ সাত্তার মঙ্গলবার সকালে সদর থানায় অভিযোগ করেন।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গত ১৬ জানুয়ারি বিকেলে নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ কেন্দ্র করে মেয়র আইভী সমর্থকদের সঙ্গে হকারদের দফায় দফায় সংঘর্ষ হয়।সংঘর্ষের সময় সায়েম প্লাজা থেকে আইভীর সমর্থকদের ওপর বৃষ্টির মতো ইটপাটকেল ছোড়া হয়। এ সময় ধাক্কাধাক্কিতে সড়কে পড়ে যান সেলিনা হায়াৎ আইভী। সংঘর্ষ চলাকালে শামীম ওসমানের সমর্থক নিয়াজুল ইসলাম মেয়র সেলিনা হায়াৎ আইভী ও তাঁর সমর্থকদের জমায়েতের দিকে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে তেড়ে যায়।এ সময় আইভী সমর্থকরা নিয়াজুল কে মারধর করেন। সংঘর্ষে সাংবাদিক ও পুলিশসহ অর্ধশতাধিক মানুষ আহত হন।


বাংলা ইনসাইডার/এএফ/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭