ইনসাইড এডুকেশন

কৃষিগুচ্ছের ভর্তি পরিক্ষার ফলাফল প্রকাশ


প্রকাশ: 15/09/2022


Thumbnail

কৃষি গুচ্ছভুক্ত ৮টি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টায় এ ফল প্রকাশ করা হয়। এ বছর মেধাতালিকায় শিক্ষার্থীদের পেতে হয়েছে সর্বনিম্ন ৬২ নম্বর। মেধাতালিকায় সর্বমোট ৩,৪৯৬ জন এবং অপেক্ষমাণ তালিকায় সর্বমোট ৬৮১৭ জনকে রাখা হয়েছে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এবার সমন্বিত কৃষি ভর্তি পরীক্ষার জন্য ৭৯ হাজার ১৪৭ জন শিক্ষার্থী আবেদন করেন, যার ৪৬ শতাংশ মেয়ে শিক্ষার্থী ও ৫৪ শতাংশ ছেলে শিক্ষার্থী। প্রাথমিক মেধাতালিকায় থাকা শিক্ষার্থীরা আগামী ১৬ থেকে ২০ সেপ্টেম্বর বিষয় ও বিশ্ববিদ্যালয়ের পছন্দক্রম জমা দিতে পারবে। পরবর্তীতে ফল ও পছন্দক্রমের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর নির্ধারিত অনুষদে ভর্তির সুযোগ পাবেন তারা।

আগামী ৩০ সেপ্টেম্বর শিক্ষার্থীদের অনুষদ ও বিশ্ববিদ্যালয় সম্বলিত মেধাতালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য,  গত ২৭ নভেম্বর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ মোট ৭টি কৃষি ও কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়ে একযোগে ভর্তি পরীক্ষা হয়। এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্ব দিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭