ওয়ার্ল্ড ইনসাইড

বাংলাদেশের পাঠানো বন্যা-ত্রাণ নিল না পাকিস্তান


প্রকাশ: 15/09/2022


Thumbnail

বিশ্ব পরিমণ্ডলে নিজেদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে এমন আশঙ্কা থাকায় বাংলাদেশ থেকে পাঠানো মানবিক ত্রাণ সহায়তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বন্যাদুর্গত পাকিস্তান।

ইতিহাসের সবন্নচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের এক ততৃীয়াংশ এলাকা। এখনো বন্যা আক্রান্ত এলাকার বেশীরভাগ ডুবে আছি পানির নিচে। লাখ লাখ মানুষ অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে। পাশাপাশি দেখা দিয়েছে নানা রকম রোগ ব্যাধী।

দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন বলছে, পাকিস্তানে এবারের বন্যায় ৪০ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঠিক এমন সময়ে বাংলাদেশে এক কোটি ৪০ লাখ টাকা মূল্যের ত্রাণ সহায়তার প্রস্তাব দিয়েছিলো। কিন্তু সেটা করাচী সরাসরি প্রত্যাখ্যান করেছে বলে বুধবার ভারতীয় বার্তা সংস্থা  ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের (আইএএনএস) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে

গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশের দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বন্যাকবলিত পাকিস্তানে মানবিক ত্রাণ সহায়তা তহবিলের জন্য অনুমোদন দেয়। ১০ টন বিস্কুট, ১০ টন ড্রাই কেক, ১০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ৫০ হাজার প্যাকেট ওরাল স্যালাইন, ৫ হাজার মশারি, ২ হাজার কম্বল ও ২ হাজার তাঁবু পাঠানোর জন্য এক কোটি ৪০ লাখ টাকার তহবিলের অনুমোদন দেয় বাংলাদেশ সরকার।

তবে দেখবার বিষয় পাকিস্তান বাংলাদেশের মানবিক ত্রাণ সহায়তার প্রস্তাব গ্রহণ করবে কিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতে, দেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সব সময়ই মানবতার প্রতি উদার এবং বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত পাকিস্তানে ত্রাণ সহায়তা পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

তিনি বলেছেন, এ ধরনের যেকোনও ত্রাণ সহায়তা পাকিস্তানের বৈশ্বিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে আশঙ্কায় পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের ত্রাণ সহায়তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বলে জানা গেছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭