ওয়ার্ল্ড ইনসাইড

আর্মেনিয়ার ১০০ সেনার লাশ হস্তান্তরে প্রস্তুত আজারবাইজান


প্রকাশ: 15/09/2022


Thumbnail

আর্মেনিয়ার একশ' সেনার মৃতদেহ হস্তান্তর করবে বলে জানিয়েছে আজারবাইজানের দেশটির যুদ্ধবন্দি বিষয়ক সরকারি কমিশন।

এক বিবৃতিতে আজ (বৃহস্পতিবার) বলা হয়েছে, ' আমরা আর্মেনিয়াকে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি এবং তাদের ১০০ জন সেনার মৃতদেহ হস্তান্তরে প্রস্তুত আছি।'

এদিকে, আজারবাইজানের সঙ্গে সংঘর্ষে ১০৫ জন সেনা নিহত হবার কথা স্বীকার করেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান।

যুদ্ধবরিতর পর গত মঙ্গলবার নতুন করে সীমান্ত সংঘাতে জড়ায় আজারবাইজান ও আর্মেনিয়। এই সংঘর্ষ শুরুর জন্য দুই দেশ পরস্পরকে দায়ী করছে।

আর্মেনিয়ার দাবি, আজারবাইজানের উসকানির কারণে এই সংঘর্ষ শুরু হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে- জেরমুক, গরিস, কাপানসহ আজারবাইজান সীমান্তবর্তী কয়েকটি শহরে শত্রুুপক্ষ মঙ্গলবার দিনের শুরুর দিকে গোলাবর্ষণ করেছে। এরপর জবাব দেওয়া হয়েছে।

এদিকে, আজারবাইজানও নতুন করে শুরু হওয়া সংঘর্ষ শুরুর জন্য আর্মেনিয়ার উসকানিকে দায়ী করেছে। সংঘর্ষে আজারবাইজানেরও বহু সেনা নিহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭