ইনসাইড বাংলাদেশ

আদালত থেকেই আন্দোলন চান বেগম জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/01/2018


Thumbnail

আদালত থেকেই আন্দোলনের সূচনা করতে চান বেগম খালেদা জিয়া। এ কারণেই দ্বিতীয়বারের মতো আদালতে উপস্থিতি থেকে অব্যাহতি পাবার পরও তিনি আদালতে যাচ্ছেন। আজ বুধবার তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী। এ কারণে জিয়া অরফানেজ মামলায় ব্যক্তিগত উপস্থিতি থেকে বেগম জিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছিল। কিন্তু অব্যাহতি না নিয়ে, তিনি আদালতে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। বিকেলে বেগম জিয়া কোকোর কবর জিয়ারত করবেন বলেও জানিয়েছেন।

বিএনপির একাধিক সূত্র বলছে, আদালতে টানা হ্যাচরা করে বেগম জিয়াকে চাপে ফেলার কৌশল নিয়েছে সরকার। এখন বেগম জিয়া এই চাপ উল্টো সরকারের দিকে ঠেলে দিতে চাইছে। বিএনপির একাধিক নেতা বলছেন, বেগম জিয়ার বার বার আদালতে যাওয়া, আদালতে তাঁকে বসিয়ে রাখা, অপমান করা ইত্যাদি কারণে জনমত সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষ বেগম জিয়ার প্রতি সহানুভুতিশীল হচ্ছে।’ বেগম জিয়াও তার নেতাদের বলেছেন, `আমার ঘনঘন আদালতে যাওয়ার ঘটনায় মানুষ সরকারের উপর ক্ষুদ্ধ হচ্ছে।` এই ক্ষোভটাকে কাজে লাগাতে হবে।’ বেগম জিয়া তাঁর আদালতে যাওয়া আসার পথে নেতা-কর্মীদের উপস্থিতি বাড়াতে নির্দেশ দিয়েছেন।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭