ইনসাইড বাংলাদেশ

কৃষি জমিতে কারখানা নয়: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/01/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেপজার বিনিয়োগ তিনগুণ বেড়েছে, তাই রপ্তানিও বেড়েছে। দেশের উন্নয়নে আরও অর্থনৈতিক বিশেষ অঞ্চল গড়ে তোলা হবে। তবে কৃষি জমিতে কারখানা নয়।

বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেপজা`র বিনিয়োগকারী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে এক সময় বিদ্যুতের হাহাকার ছিল। কিন্তু বর্তমান সরকারের আমলে দেশের ৯০ভাগ মানুষ বিদ্যুতের সুবিধা পাচ্ছে। এ সরকার আমলেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের জন্যও বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

অনুষ্ঠানে দেশি-বিদেশি সব বিনিয়োগকারীদের শিল্পাঞ্চলগুলোতে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বাংলা ইনসাইডার/ডিজি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭