ইনসাইড ইনভেস্টিগেশন

রোহিঙ্গা ক্যাম্প থেকে মানব পাচার চক্রের ২ সদস্য আটক


প্রকাশ: 19/09/2022


Thumbnail

কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে মানব পাচার চক্রের দুই সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ওই এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন আবু সুফিয়ানের ছেলে মোহাম্মদ ঈসা (৪০) ও ছৈয়দ আহমেদের ছেলে সিরাজুল ইসলাম (৪০)।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নূর জানান, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে  দুইজন ব্যক্তি রোহিঙ্গাদের অবৈধভাবে মালয়েশিয়া গমনের জন্য প্রলোভন দেখাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে এপিবিএন পুলিশের একটি দল ওই ব্লকে অভিযান চালিয়ে মানব পাচার চক্রের দুই সদস্যকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, আটককৃতরা মানব পাচারের সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা যায়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭