ইনসাইড বাংলাদেশ

‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/01/2018


Thumbnail

প্রধানমন্ত্রী বলেন, আমি সবসময় চেষ্টা করি সবাইকে নিয়ে একসঙ্গে চলতে। তবে এখানে কথা আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। কবি একবার বলেন নাই। বার বার বলেছেন।

বুধবার বিকেলে জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।  

প্রধানমন্ত্রী বলেন, আমি সবাইকে নিয়েই তো চলতে চাই। এবং সবাইকে নিয়েই আমি মনে করি কোনো অর্জনের পিছনে সবারই প্রচেষ্টা থাকে। তবে হ্যাঁ একজনকে হাল ধরতে হয়। যেমন গাড়ি চালালে ড্রাইভিং সিটি একজনই বসে। সে যদি সঠিকভাবে চালিয়ে নিতে চায় বা পারে তবে সঠিকভাবে গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। আর যদি সে চালাতে না পারে তবে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। স্বাভাবিকভাবে একটি দেশকে পরিচালনা করা কেউ এককভাবে করতে পারে না। একজনকে দায়িত্ব নিয়ে, উদ্যোগ নিয়ে চলতে হয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমি একলা চলতে চাইনা সবাইকে নিয়েই চলতে চাই। বাংলাদেশের সামষ্টিক উন্নয়ন সবার কাছে পৌঁছুতে চাই। আর সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি।

বাংলা ইনসাইডার/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭