ওয়ার্ল্ড ইনসাইড

ইজিয়ামে গণকবর: ইউক্রেনের অভিযোগ অস্বীকার মস্কোর


প্রকাশ: 19/09/2022


Thumbnail

রাশিয়া থেকে পুনরদ্ধার করে নিয়ন্ত্রণে নেওয়া এলাকায় গণকবরের সন্ধান পাওয়ার দাবি করেছে ইউক্রেন। রুশ সেনারা গণহত্যা করে সেইসব মরদেহ এসব গণকবরে রেখেছে ভলে অভিযোগ কিয়েভের।

তবে ইউক্রেনের এই অভিযোগ অস্বীকার করেছে মস্কো। তাদের দাবি, মিথ্যাচার করেছে কিয়েভ। 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দাবি করেছেন, এটা মিথ্যা। তিনি বলেন, ‘একসময় এই গল্পের সত্যটাও উদঘাটন করা হবে।

ইজিয়াম পুনঃরায় নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর সেখানে কয়েকশ’ কবর পাওয়ার কথা জানায় ইউক্রেন কর্তৃপক্ষ। এইসব কবরের কয়েকটিতে আবার একাধিক মরদেহ পাওয়ার কথাও জানানো হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭