ইনসাইড গ্রাউন্ড

মেয়েদের ইতিহাস গড়া সাফল্যে উচ্ছ্বসিত তামিম-লিটনরাও


প্রকাশ: 19/09/2022


Thumbnail

আজ প্রথমবারের মত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে দাপুটে জয় তুলে নেন বাংলাদেশের নারী ফুটবলাররা। বাংলাদেশের মেয়েদের এই দুর্দান্ত জয়ে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে নারী ফুটবল দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

মেয়েদের এই ইতিহাসগড়া জয়ে উচ্ছ্বাসে ভাসছে পুরো দেশ তথা জাতি।এই তালিকায় বাদ যায়নি জাতীয় দলের তারকা ক্রিকেটাররাও। এমন সাফল্যে মুশফিক,তামিম,লিটন দাস, সৌম্য সরকার, শেখ মাহেদি ও তাসকিন অভিনন্দন বার্তায় সিক্ত করেছেন সাবিনা-কৃষ্ণাদের।

জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ...মাশাআল্লাহ, সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট জেতা আমাদের আদরের বোনদের অনেক অভিনন্দন। তোমাদের নিয়ে আসলেই গর্ববোধ করছি। সকল খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফকে স্যালুট।’

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘অভিনন্দন। নিঃসন্দেহে বাংলাদেশের ক্রীড়াজগতে অন্যতম বড় অর্জন।’

উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস লিখেছেন, ‘আমাদের গর্বিত করার জন্য মেয়েদের অভিনন্দন। চ্যাম্পিয়নস।’

বাঁহাতি ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকার অভিনন্দন জানিয়েছেন এভাবে, ‘সাফের নতুন চ্যাম্পিয়নদের পরিচয় করি দিচ্ছি। এটা আমাদের বাংলাদেশ। অভিনন্দন মেয়েরা।’

অফস্পিনিং অলরাউন্ডার শেখ মাহেদি হাসান লিখেছেন, ‘প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জেতার জন্য বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন।’

পেসার তাসকিন আহমেদের উচ্ছ্বাসটা যেন একটু বেশিই। তিনি লিখেছেন, ‘ইয়েস! বাংলাদেশ ইতিহাস গড়লো। নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফ নারী ফুটবলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো। অভিনন্দন মেয়েরা।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭