ইনসাইড ইকোনমি

চলতি অর্থবছরে ৬.৬ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস এডিবির


প্রকাশ: 21/09/2022


Thumbnail

চলতি ২০২২-২৩ অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরের এডিবির ঢাকা অফিসে প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে ভার্চুয়ালি এসব তথ্য তুলে ধরেন এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং। 

এডিবি জানায়, অভ্যন্তরীণ ভোগ ব্যয় কমে যাওয়া, রপ্তানি ও রেমিট্যান্সে প্রবাহের দুর্বলতায় কমবে প্রবৃদ্ধি। একই সময় মূল্যস্ফীতি হার থাকবে ৬ দশমিক ৭ শতাংশ।

এডিবি কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং জানান, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চিতায় এবং জ্বালানি সংকটের কারণে এ বছর কাঙ্ক্ষিত হারে বিনিয়োগ হবে না। ধীরগতি দেখা দেবে সরকারি বিনিয়োগেও। 

এমন অবস্থায় রাজস্ব আদায় বৃদ্ধিতে সরকারকে তাগিদ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭