ওয়ার্ল্ড ইনসাইড

সেনা সমাবেশ করে রাশিয়া জিততে পারবে না: কিয়েভ মেয়র


প্রকাশ: 21/09/2022


Thumbnail

সৈন্য সমাবেশ কিংবা হুমকি দিয়ে ইউক্রেনে রাশিয়া জিততে পারবে না বলে মন্তব্য করেছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিতস্কো।

বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনাসমাবেশের ঘোষণার প্রতিক্রিয়ায় এক টেলিগ্রাম বার্তায় তিনি এসব কথা বলেন।

পুতিনের ঘোষণার প্রতিক্রিয়ায় কিয়েভের মেয়র ভিটালি ক্লিতস্কো বলেছেন, পুতিন পরমাণু অস্ত্রের হুমকি দিয়েছেন এবং সেনাসমাবেশের ঘোষণা দিয়েছেন। কিন্তু এর মাধ্যমে আক্রমণকারীরা জয় লাভ করতে পারবে না, ইউক্রেন এবং ইউক্রেনীয়দের ধ্বংস করতে পারবে না।

প্রখ্যাত বক্সার থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া মেয়র ভিটালি বলেন, স্বেচ্ছাচারী অবশেষে এমন প্রক্রিয়া শুরু করল যা তার দেশ এবং তাকে সমাহিত করবে।

কিয়েভের মেয়র বলেন, সভ্য বিশ্ব সম্প্রদায়কে উপলব্ধি করতে হবে যে, অশুভ শক্তি সমূলে ধ্বংস হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭