ওয়ার্ল্ড ইনসাইড

পুতিনের ঘোষণার পর যা বলল চীন


প্রকাশ: 21/09/2022


Thumbnail

পশ্চিমা বিশ্ব যদি ‘পারমাণবিক ব্ল্যাকমেইল’ অব্যাহত রাখে তাহলে বিপুল অস্ত্রভাণ্ডারের পুরো শক্তি ব্যবহার করে রাশিয়া প্রতিক্রিয়া দেখাবে বলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দেওয়ার পর ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।

জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে পুতিনের এমন হুঁশিয়ারির পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সব পক্ষকে সংলাপে বসার পাশাপাশি পরামর্শ ও নিরাপত্তা উদ্বেগ মোকাবিলার উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, ইউক্রেন সংকটে চীনের অবস্থান সুসংগঠিত এবং পরিষ্কার।

নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বুধবার ওয়াং ওয়েনবিন বলেন, আমরা সংশ্লিষ্ট  পার্টিকে সংলাপের মাধ্যমে যুদ্ধবিরতির আহ্বান জানাই। যত দ্রুত সম্ভব সকল পক্ষের নিরাপত্তার উদ্বেগ সমাধানের উপায় বের করার কথাও বলেন তিনি।

‘মাতৃভূমি’ তথা রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সেনা সমাবেশের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার এক ভাষণে এই ঘোষনা দেন তিনি। পুতিন এমন এক সময় এই ঘোষণা দিলেন যখন– ইউক্রেনীয় সেনারা রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ করে সফলতা পেয়েছে।

প্রেসিডেন্ট পুতিন সেনাসমাবেশের ঘোষণা দেওয়ার পর এই ইস্যুতে কথা বলেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সংলাপের আহ্বান জানান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭