ইনসাইড বাংলাদেশ

‘পরিকল্পিত ভাবে ছাত্রলীগকে পঁচানো হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/01/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ‘পরিকল্পিত ভাবে ছাত্রলীগকে পঁচানো হচ্ছে। নির্বাচনের আগে সরকারের সমালোচনার কিছু না পেয়ে ছাত্রলীগ দিয়ে সরকারকে বিব্রত করার ষড়যন্ত্র চলছে। আর এটাতে মূল ভূমিকা রাখছে আমাদের পারমিশন দেওয়া মিডিয়াগুলো।’ বুধবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে ডেকে এভাবেই ব্রিফ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘ছাত্রলীগের মধ্যেও কিছু সমস্যা আছে। অনেক শিবির ছাত্রদলের লোকজন এর সংগঠনে ঢুকে গেছে। এরাই বিভিন্ন পরিস্থিতিতে বাড়াবাড়ি করছে। এদের কারণে পুরো ছাত্রলীগের বদনাম হচ্ছে।‘ প্রধানমন্ত্রী দ্রুত এদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী দু:খ করে বলেন, ‘কিছু ছেলে মেয়ে ভিসির দরজা ভেঙ্গে তাকে ঘেরাও করল, ভাঙ্গচুর করল এটা মিডিয়া এড়িয়ে গেলো।’ তিনি ওবায়দুল কাদেরকে বলেন, ‘এখন সতর্ক থাকতে হবে। ছাত্রলীগেও কিছু জঞ্জাল আছে, এগুলো পরিস্কার করতে হবে। ছাত্রলীগের নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে অছাত্র এবং ছাত্রদল শিবির অপকর্ম করছে, বদনাম হচ্ছে ছাত্রলীগের এগুলোও চিহ্নিত করতে হবে।’

প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী আজ কালই ছাত্রলীগের নেতৃত্বের সঙ্গে ওবায়দুল কাদের বসবেন বলে জানা গেছে।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭