ইনসাইড গ্রাউন্ড

সিরিজ বাঁচাতে আগামীকাল অস্ট্রেলিয়ার মুখোমুখী ভারত


প্রকাশ: 22/09/2022


Thumbnail

১ম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাহাড় সমান ২০৮ রান করেও জয়ের মুখ দেখতে পারেনি ভারত। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের ২য় ম্যাচে আগামীকাল নাগপুরে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অস্ট্রেলিয়ার মুখোমুখী হবে ভারত। সিরিজে টিকে থাকতে হলে আগামীকালের ম্যাচ জয়ের কোন বিকল্প নেই ভারতের কাছে। অন্যদিকে টানা ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চায় অজিরা।

এখন পর্যন্ত ২৪টি টি-টোয়েন্টিতে একে অপরের মুখোমুখি হয়েছে ভারত অস্ট্রেলিয়া। এরমধ্যে ১৩টি জয় ভারতের। ১০টিতে জিতেছে অস্ট্রেলিয়া। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। 

ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজেবন্দ্রা চাহাল, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, উমেশ যাদব দীপক চাহার।

অস্ট্রেলিয়ার দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), টিম ডেভিড, স্টিভেন স্মিথ, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, সিন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, নাথান এলিস, জস হ্যাজেলউড, জস ইংলিস, কেন রিচার্ডসন, ড্যানিয়েল শামস, এবং এডাম জাম্পা।টিকে থাকার মিশনে ভারত; অস্ট্রেলিয়ার লক্ষ্য সিরিজ জয়



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭