এডিটর’স মাইন্ড

শেখ হাসিনাকে কি বার্তা দিলেন বাইডেন?


প্রকাশ: 22/09/2022


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থান করছেন। আগামী ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে তাঁর ভাষণ দেওয়ার কথা। এর মধ্যে গত বুধবার ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে তিনি যোগদান করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউ ইয়র্কে আসা রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ও তার পত্নী আমেরিকার মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রিতে এই অনুষ্ঠানের আয়োজন করেন। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের হোটেল লটেতে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একেএম আবদুল মোমেন সাংবাদিকদের বলেন, বাইডেন এবং তাঁর পত্নী অনুষ্ঠানে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এসময় উভয় নেতা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে সে ব্যাপারে কিছু উল্লেখ করেননি। তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর এই সফরে বাইডেন কি বার্তা দিলেন, সেটি রাজনৈতিক অঙ্গনে এখন একটি বড় প্রশ্ন হিসেবে উত্থাপিত হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শেখ হাসিনার সঙ্গে বাইডেনের আলাপে কোন বিষয়গুলো উঠে এসেছে, সে সম্পর্কে সুনির্দিষ্ট করে এবং আনুষ্ঠানিকভাবে কিছুই বলা হয়নি। তবে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান বাইডেনের সঙ্গে তার আলাপ রাজনীতিতে তাৎপর্য এবং গুরুত্ব বহন করে। এর মাধ্যমে আওয়ামী লীগ সরকার জো বাইডেনের গ্রহণযোগ্যতা পেল বলে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এর মাধ্যমে আরেকটি বিষয় প্রমাণিত হলো যে, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখনো তলানিতে যেয়ে ঠেকেনি। দুই দেশই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আগ্রহী। এরকম পরিস্থিতি না হলে বাইডেনের এই অনুষ্ঠানে শেখ হাসিনা হয়তো আমন্ত্রণ পেতেন না।

গত কিছুদিন ধরেই বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে নানারকম টানাপোড়নের কথা শোনা যাচ্ছে। বিশেষ করে জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর দুই দেশের সম্পর্কে বেশকিছু স্পর্শকাতর ইস্যু সামনে চলে এসেছে। জো বাইডেন গত বছর যে গণতন্ত্র সম্মেলন ডেকেছিলেন সেই সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি। এই আমন্ত্রণ না জানানো নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমন্ত্রণ না জানানোটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নতুন ডং। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র গত ডিসেম্বরে বাংলাদেশের এলিট ফোর্স র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়াও র‍্যাবের শীর্ষ কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি মনগড়া ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করে। এই রিপোর্টের ব্যাপারেও বাংলাদেশ তীব্র প্রতিক্রিয়া জানায়। দু'দেশের সম্পর্কের ৫০ বছর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের একটি উচ্চপর্যায়ের দল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সেখানে মার্কিন সেক্রেটারি অব স্টেট (পররাষ্ট্রমন্ত্রী) ব্লিঙ্কেনে সঙ্গেও বৈঠক করেন। এই সমস্ত বৈঠকে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি উত্থাপন করা হলেও তেমন সাড়া দেয়নি যুক্তরাষ্ট্র। এরকম একটি পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর মার্কিন যুক্তরাষ্ট্র সফর এবং জো বাইডেনের আমন্ত্রণের যাওয়াটা একটি বড় মেরুকরণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করছেন, বাইডেন এবং শেখ হাসিনার মধ্যে যে আলোচনায় হোক না কেন, এর মাধ্যমে বাইডেন একটি বার্তা সুস্পষ্ট করলো। তা হলো আওয়ামী লীগ সরকারের প্রতি জো বাইডেনের আলাদা কোনো নেতিবাচক মনোভাব নেই। তবে বিভিন্ন কূটনৈতিক মহল বলছে, এই সমস্ত আলোচনা হয় স্রেফ সৌজন্যমূলক। এ ধরনের আলোচনা দেশের অভ্যন্তরীণ জটিল রাজনৈতিক ইস্যু বা অন্যান্য ইস্যু প্রাধান্য পায়না।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭