ইনসাইড বাংলাদেশ

কবির বিন আনোয়ার হচ্ছেন প্রধানমন্ত্রীর সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/01/2018


Thumbnail

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম অবসরে যাচ্ছেন ৩১ জানুয়ারি। শিগগিরিই শূন্য হতে চলা এই পদে আসতে পারেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন, অতিরিক্ত সচিব) কবির বিন আনোয়ার।

একাধিক সূত্রে জানা গেছে, এরই মধ্যে কবির বিন আনোয়ারের সারসংক্ষেপ (সামারি) প্রধানমন্ত্রীর কাছে গেছে। সুরাইয়া বেগমের অবসরে যেতে এক সপ্তাহেরও কম সময় বাকি। তাই শিগগিরই তাঁর বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

কবির বিন আনোয়ার বর্তমানে এটুআই (a2i) প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনে সফলতার স্বাক্ষর রেখেছেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, মূখ্য সচিব নিয়োগের মতোই সিনিয়র সচিব পদেও একই প্রক্রিয়ায় বাছাই করা হবে। প্রধানমন্ত্রীর সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই চূড়ান্ত হবেন তাঁর কার্যালয়ের পরবর্তী সিনিয়র সচিব।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব প্রশাসনের অন্যতম শীর্ষ পদ। এই পদে থাকা কর্মকর্তা প্রধানমন্ত্রীর যাবতীয় বিষয় নিয়েই কাজ করেন। আর তাঁর নিয়োগ সম্পূর্ণ ভাবে প্রধানমন্ত্রীর এখতিয়ারে। তাই এখানে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত।

 

বাংলা ইনসাইডার/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭