ওয়ার্ল্ড ইনসাইড

ক্ষমা চাইলেন ইমরান খান


প্রকাশ: 22/09/2022


Thumbnail

অবশেষে মামলার শুনানির আগে ক্ষমা চাইলেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।

আজ বৃহস্পতিবার ইসলামাবাদ হাই কোর্টে (আইএইচসি) তার বিরুদ্ধে চলা এক মামলার শুনানি হয়, বলে জানিয়েছে আল-জাজিরার।

জানা যায়, আদালতের অনুভুতিতে আঘাত হানার প্রশ্নে ইমরান খান ক্ষমা চান। এসময় তিনি বলেন, ‘’আমি যদি কোনো সীমা অতিক্রম করে থাকি তাহলে ক্ষমাপ্রার্থী। এমন আর হবে না। আমি কখনোই আদালতের অনুভুতিকে আঘাত করতে চাইনি।‘’

এই সময় তিনি আদালতকে অনুরোধ করেন তাকে যেন বিচারক জবা চৌধুরীর কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চাওয়ার অনুমতি দেওয়া হয়। তবে এইদিন আইএইচসি-এর প্রধান বিচারক আতহার মিনাল্লাহ বলেন, আজকে আদালত ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেবেন না।

উল্লেখ্য, শাজবাজের ওপর নির্যাতনের জন্য ইসলামাবাদ ইনস্পেক্টর-জেনারেল এবং ডেপুটি ইনস্পেক্টর-জেনারেলকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন ইমরান খান। এমনকি তিনি হুঁশিয়ারি দেন এক বিচারককেও। এরপরেই ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা দায়ের করা হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭