ইনসাইড গ্রাউন্ড

টি-টোয়েন্টি নিয়ে যা বললেন সোহান


প্রকাশ: 23/09/2022


Thumbnail

সংযুক্ত আরব আমিরাতে ক্যাম্প ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। তবে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের ব্যস্ততায় দলে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার অবর্তমানে দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।

তবে দেশ ছাড়ার আগে নুরুলের মুখে শোনা গেল আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি নিয়ে তার ভাবনা। 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, এই সিরিজটি বিশ্বকাপের আগে নিজেদের তৈরি করতে দারুণ সাহায্য করবে। এই সিরিজে আত্মবিশ্বাস নিয়ে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় যেতে চান তিনি।

সোহান বলেন, আমরা গত কয়েকটি ম্যাচ হেরেছি। কিন্তু জয়টা অভ্যাসে পরিণত করা গেলে দলের কম্বিনেশন ও চেহারা বদলে যাবে। লক্ষ্য থাকবে যেন আমরা সে কাজটাই করতে পারি।

আমিরাতের বিপক্ষে ম্যাচের কার্যকারীতা নিয়ে তিনি বলেছেন, বাংলাদেশের হয়ে প্রতিটি ম্যাচ খেলাই গর্বের। আমার কাছে মনে হয় বিশ্বকাপের আগে ভালো একটা প্রস্তুতি হবে। যদি আমরা জিতে আসতে পারি তবে সেই আত্মবিশ্বাস আমাদের নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপে কাজে দেবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭